মাঝে মাঝে মনে হয়, সব মানুষই তো ভেতরে ভেতরে উড়নচণ্ডী। সে গৃহীই হোক, কি, বিবাগী। 'সংসার, সংসার' করে এই যে মানুষ হাঁপিয়ে ওঠে, যেন তা উড়তে না-পারার হা-হুতাশ। পায়ে শিকল বাঁধা ময়না যেন, উড়তে চায়, কিন্তু পারে না। যার সাধ্যি আছে সে নাহয় বেরোল, কিন্তু যার সাধ্যি নেই সে তো মনের মধ্যেই ডানা ঝাপটায়। আর ওই যে, যিনি গৃহদেবতা হয়ে বিরাজ করছেন, তাঁর মনটাও কি উড়ু উড়ু করে না? আত্মপরিজনের 'মানুষ নয়গো-দেবতা বটে' স্তুতিও কি তাঁকে বাঁধতে পারে? এই যে স্তুতির জলবাতাসা দিয়ে তাঁকে পূজ্য করে তুলল, তাঁরও কি সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে না? করে তো। নইলে তিনকালে এসে জীবনের গলুইয়ে বসে কপালের ভাঁজে হাত বুলিয়ে বলে ফেলে-'কিছুই পেলাম না রে!'
Customers' review
Reviews
Be the first to review ""