এ যেন এলেন, দেখলেন আর জয় করলেন। একশো বছর আগে রহস্যের রানি আগাথা ক্রিস্টির হাত ধরে বিশ্বনন্দিত গোয়েন্দা এরকুল পোয়ারো আর তাঁর সহকারী বন্ধু ক্যাপ্টেন হেস্টিংস এই প্রথম রহস্য উপন্যাসেই পাঠকের মনে স্থায়ী আসনটি পেতে ফেলেছিলেন।
সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনূদিত 'দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস' এবার বাংলাতেও।
Customers' review
Reviews
Be the first to review ""