আঞ্চলিক ইতিহাস যদি অঞ্চলের মানুষের যাপনের ইতিহাস হয়, তবে তার দিন প্রতিদিন জড়িয়ে থাকা গল্পগাছা, রূপকথার খোঁজও ইতিহাস চর্চার অঙ্গ। বিশেষত যদি একই গল্প বিভিন্ন শতাব্দীতে ভিন্ন ভিন্ন রূপে লেখা হয়, যার ছত্রে ছত্রে সমকালের সমাজ, শাসনব্যবস্থা, লোকাচার আর মূল্যবোধের প্রতিফলন, তবে তার অনুসন্ধান অন্যতর সম্পদের সন্ধানী হবার ক্ষমতা রাখে। মোগলমারির বৌদ্ধবিহার যে মাটির ঢিবির নিচে চাপা ছিল, তার নাম সখিসোনার ঢিপি। তাকে খুঁড়ে পাওয়া প্রত্নসম্পদের চেয়ে কোন অংশে কম নয় সেই উপকথা খুঁড়ে পাওয়া প্রাচীন সমাজের চিত্র। সেই খোঁজার বিবৃতি এই বই।
Customers' review
Reviews
Be the first to review ""