আত্মজীবনীর প্রেক্ষাপটে উপন্যাস রচনা সাহিত্যে নতুন নয়। কিন্তু উপন্যাদের সঙ্গে স্বনামে নিজের জীবনকে জড়িয়ে দেওয়া, নিজের দোষগুণ সাফল্য-দুর্বলতাকে প্রকট করার এক দুঃসাহসিক ব্যতিক্রম। উপন্যাসের কাহিনীর সঙ্গে সঙ্গে অন্বিত হয়ে গেছে দুই প্রজন্মকালের বা তারও ব্যাপকতর সময়ের বাংলার সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির পালাবদলের কাহিনী। অন্বিত হযে গেছে ছিন্নমূল মানুষের নিরন্তর সংগ্রাম ও ব্যাথা-বেদনার জয়-পরাজয়ের মর্মস্পর্শী বিবরণ। আঁকা হয়েছে সমাজের বহু চেনা-জানা খ্যাত-অখ্যাত নরনারী, যাঁদের কেউ উঠে গেছেন সাফল্যের চুড়ায়, কেউ বা হারিয়ে গেছেন বিস্মৃতির গুহায়।
Customers' review
Reviews
Be the first to review ""