অলক সান্যালের জন্ম ৯ ফেব্রুয়ারি, ১৯৩৯। মৃত্যু ১ জুলাই, ২০০০। জীবদ্দশায় প্রকাশিত গ্রন্থ: সময়ের দরজা (১৯৮৩), নদীর কাছাকাছি (১৯৯৩)। মরণোত্তর: সম্পর্ক (২০০১), নীল রক্তধারা (উপন্যাস, ২০১০)। সমকালীন সমস্ত লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকায় লিখেছেন।
১৯৭৮ সালে অলক সান্যালের গল্প প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায়- 'দুখুর মা-র ঘর গেরস্থালি'। বলা যায় এই গল্প দিয়েই তাঁর লেখক হিসেবে পথচলা শুরু। নদীর ভাঙন ছিল গল্পের উপজীব্য। তারপর নানা সময়ে প্রকাশিত গল্প যেমন 'উত্তরসূরি', 'বাবু বিশ বোল' অথবা 'ত্রাণকর্তা'-য় সরাসরি বাম-রাজনীতির প্রভাব দেখা যায়। কিন্তু সেই লেখকই তার মধ্যে লিখে ফেলেন 'আট চল্লিশ ঘণ্টা' অথবা অগ্রস্থিত 'সমিধ' বা 'হৃদয়ের ছবি'-র মতো গল্প, যারা প্রত্যক্ষ রাজনীতির কথা না বলেও নিহিত রাখে সমাজবাস্তবতার প্রতিটা অক্ষর। কমিটমেন্ট বদলাচ্ছে না কিন্তু বদলে যাচ্ছে তাকে ধরার আধার। গণসংগীতশিল্পী অলক সান্যাল, অ্যাকটিভিস্ট অলক সান্যাল, সর্বোপরি আজীবন কমিউনিস্ট অলক সান্যাল চোরা আক্রমণগুলোকে আস্তিনের ভাঁজে লুকিয়ে রাখায় পারদর্শী হচ্ছেন। কৌতূহলের বিষয় যেটা, তাঁর অগ্রন্থিত লেখাগুলোর মধ্যে সিংহভাগই এমন অপ্রত্যক্ষ রাজনীতির কথা বলে। ব্যক্তিগত কারণে নাকি বিশেষ উদ্দেশ্যেই এগুলো তিনি দুই মলাটে ধরে রাখেননি, বলা কঠিন।
Customers' review
Reviews
Be the first to review ""