ঝুরোগল্পে অবয়বহীনতাই মূল কথা, সেইখানেই এর মাহাত্ম্য। এগুলো কেবল 'অণু'-আয়তনের বা ক্ষুদ্র নয়, ঝুরো! সিন্ডিকেটের দ্বারা সরবরাহকৃত মিহি বালির মতো। ঘনীভবনের সঙ্গে আয়তনের এবং মিতকথনের সম্পর্ক আছেই। কিন্তু অবয়বহীনতা নিশ্চিতভাবে ঘনীভবনের সঙ্গে বা আয়তনের যুক্ত নয়। এই সত্য গল্পগুলির ক্ষেত্রে রক্ষিত হয়েছে কিনা, এই গল্পগুলো দানাবাঁধা, না ঝুরো, তার বিচার এখন পাঠকদের হাতে।
Customers' review
Reviews
Be the first to review ""