যাদুকর খালি বাক্সটা ওর হাতে দিয়ে, বাক্সের ডালা বন্ধ করে দিল। বিড় বিড় করে কি বলল একবার, বাঁশি বাজিয়ে সবাইকে হাততালি দিতে বলল, লোকটিকে বাক্স খুলতে বলল, লোকটি বাক্স খুলতে সকলে অবাক চোখে দেখতে লাগল বাক্স বোঝাই টাকা। দর্শকরা উত্তেজিত হয়ে ঘন ঘন হাততালি দিতে লাগল। যাদুকর তখন ঝিমিয়ে পড়েছিল, তার দেহে যেন তাপ নেই। নিজেকে ভীষণ শীতল মনে হল, ও ভাবতে লাগল যদি অতগুলো টাকা পেতাম। ও বুঝতে পারল দর্শকরা যদি খেলা দেখে পয়সা না দেয় তাহলে ঠাণ্ডা হয়েই থাকতে হবে। যেমন কাল না খেয়ে দিন কেটেছে। যাদুকর টাকার বাক্সটা লোকটির হাতে দিয়ে ডালা বন্ধ করে দিল, টাকা শুদ্ধ বাক্সটা ওকে নিয়ে যেতে বলল আর একবার টাকাগুলো গুনতে বলল, লোকটি বাক্স খুলে দেখে একটাও টাকা নেই। দর্শকরা হাসতে লাগল। যাদুকর ডান হাত দিয়ে পেট চেপে ধরল, ও ভাবল ক্ষিদের জ্বালা আর সহ্য করতে না পেরে হয়ত এখানেই মাথা ঘুরে পড়ে যাবে। তখনও দর্শকরা হাসছে আর হাততালি দিচ্ছে। ও অবাক হয়ে দর্শকদের আনন্দ দেখছিল ওর আশ্চর্য লাগছিল মানুষকে ও আনন্দ দিতে পারে ভেবে, একথা ভাবতে খুব ভাল লাগছিল।
Customers' review
Reviews
Be the first to review ""