কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় কর্মক্ষেত্রে কৃষিবিদ ছিলেন।সরকারি কর্মী ও আমলা হিসেবে দ্বিজেন্দ্রলাল অবিভক্ত বাংলার কৃষি ও বাংলার কৃষকের দুর্দশা অনুধাবন করেছিলেন নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই।চিরস্থায়ী বন্দোবস্তোত্তর বাংলায় সরকারী নীতির অপপ্রয়োগের বিরূদ্ধে, বাংলার কৃষকের পক্ষে তাঁর সংগ্রাম চোখে আঙুল দিয়ে তাঁর স্বতন্ত্র অবস্থান দেখিয়ে দেয়।চিরস্থায়ী বন্দোবস্তোত্তর বাংলায় সরকারি নীতির অপপ্রয়োগের বিরূদ্ধে তাঁর লড়াই ডেকে এনেছিল ক্রমাগত শাস্তিমূলক বদলি—চাকুরি থেকে স্বেচ্ছাবসরেই যার সমাপ্তি ঘটে।
শতঞ্জীব রাহার মেধাবী গদ্যে, তীক্ষ্ণ বিশ্লেষণে এই অনালোকিত ইতিহাস অজস্র নথি, প্রচুর দুষ্প্রাপ্য তথ্যের মধ্যস্থতায় উঠে এসেছে।
Customers' review
Reviews
Be the first to review ""