দীনেন্দ্রকুমার রায়। রহস্যলহরী ও নন্দন-কানন সিরিজে একাই লিখেছিলেন পাঁচশোর ওপর রহস্য-কাহিনী। সে-সময়ে তাঁর এই রহস্য-কাহিনীগুলির জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত। এছাড়া পল্লীচিত্র, পল্লীবৈচিত্র্য, পল্লীচরিত্র, সেকালের স্মৃতি, হামিদা---তন্নিষ্ঠ পাঠকের কাছে পরিচিত এ-সব লেখা ছাড়াও প্রায় একশোর কাছাকাছি গল্পই লিখেছেন।ভারতবর্ষ, বসুমতী-সহ অজস্র পত্র-পত্রিকার পাতায় আত্মগোপন করে আছে কত তাঁর অজস্র লেখা!
সহ-সম্পাদনার সূত্রে জড়িত হয়েছিলেন বসুমতী পত্রিকার সঙ্গে।পরে সম্পাদকও হন।পত্রিকা সম্পাদনা করতে গিয়ে কত বিচিত্র দেশের খবর, জ্ঞান-বিজ্ঞানের খবর সরস ভঙ্গিতে পরিবেশন করে বসুমতী পত্রিকার অপরিহার্যতা ও জনপ্রিয়তায় তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন।বাংলার মাটি ও মানুষের জীবন্ত অস্তিত্ব উঠে এসেছে তাঁর রচনায় বার বার।বাংলার লোকসংস্কৃতির অমূল্য নিদর্শন ছড়িয়ে আছে তাঁর গল্পে-স্মৃতিকথায়।
এক কথায় বঙ্গ-সংস্কৃতির কাজেই উদযাপিত হয়েছে দীনেন্দ্রকুমারের সারা জীবন।অথচ আজ তিনি বিস্মৃত বা বিস্মৃত-প্রায়।
বহুমাত্রিক দীনেন্দ্রকুমারের জীবন ও সাহিত্য-জীবনের আলেখ্য অবশ্য-পাঠ্য এই বই কথাচিত্রকর দীনেন্দ্রকুমার রায়।
Customers' review
Reviews
Be the first to review ""