'বখতিয়ারের ঘোড়া' একটি হিস্টোরিকাল থ্রিলার। ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণের পটভূমিতে জমজমাট অ্যাডভেঞ্চার। এর পাতায় পাতায় রহস্য আর রক্তাক্ত ঘটনার উথাল-পাথাল নাটকীয়তা।
এই উপন্যাসের সময়কাল দ্বাদশ শতকের ভারতবর্ষ।
এসময়ে প্রাচীন ভারতের ধর্ম ও সংস্কৃতি মূল্যবোধ এক অবক্ষয়ের অন্ধকারে নিমজ্জিত। একদিকে জাতপাতের ঘোর দ্বন্দু, সামাজিক ভ্রষ্টাচার, এরই মধ্যে সুযোগ বুঝে হিংস্র শ্বাপদের মত এসে ঢুকে পড়েছে আগ্রাসী বহিঃশক্তি। এদের সঙ্গে হাত মিলিয়েছে কিছু স্বার্থবাদী দেশি বিশ্বাসঘাতক। এদেশে যুগ যুগ ধরে এরা থেকেছে সক্রিয়।
এসময়ে পুরো আর্যাবর্ত আক্রমণকারী বিধর্মী তুর্কিদের কবলে। তাদেরই একজন বখতিয়ার খলজী। নৃশংস নরপিশাচ। তার বাহন ঘোড়া ইবলিশ যেন সাক্ষাৎ শয়তানের দূত।
দিল্লি থেকে গৌড়বঙ্গ পর্যন্ত দীর্ঘ পথ সে পাড়ি দিয়ে অভিযান চালাল।
যাত্রাপথে ছড়িয়ে রাখলো রক্তাক্ত শবের স্তুপ। আর ধ্বংসের স্মৃতি। হাজার বছরের ভারত সংস্কৃতির পীঠস্থান নালন্দা মহাবিশ্ববিদ্যালয়কে সে সম্পূর্ণ ভস্মীভূত করল। মাত্র সতেরো জন অশ্বারোহীর সাহায্যে জয় করল নদীয়া। কীভাবে সম্ভব হল এই অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনা। সেদিন থেকে গৌড় বঙ্গের সংস্কৃতির দীপ হল নির্বাপিত। অন্তত দুশো বছর বাংলা ডুবে রইল এক গভীর তমসায়।
কিন্তু এই বিপুল ধ্বংস কাণ্ডের খলনায়ক কী পেল বিনিময়ে? পূরণ হলো কি তার লক্ষ্য? নাকি নেমে এসেছিল মহাকালের অভিশাপের খঙ্গ তার উপর? এসবের উত্তর আছে এই থ্রিলারে।
Customers' review
Reviews
Be the first to review ""