একজন বারবণিতার পথে ফেলে দেওয়া পুত্র থেকে বৌদ্ধযুগের শ্রেষ্ঠ চিকিৎসক, কয়েকশত গাছগাছালির গুণাগুণ যাঁর নখদর্পণে। পথটা মোটেই সহজ ছিল না। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে প্রথম হওয়া এই মহানমানবের চিকিৎসা এবং ঔষধির গুণাগুণের কথা ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। সাধারণ প্রজা থেকে রাজা-রাজড়াদের খাসমহল পর্যন্ত, অবাধ ছিল তাঁর যাতায়াত। ফলত মগধ, কোশল প্রভৃতি প্রায় সব রাজ্যের পঙ্কিল, ঘৃণ্য রাজনীতির সাক্ষী ছিলেন তিনি। কিন্তু আর এক মহামানবের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন সবকিছুর উর্ধ্বে মানুষ, মনুষ্যত্ব। অক্ষরে অক্ষরে সারাজীবন পালন করেছিলেন সেই শিক্ষা। সেই মহামানব গৌতম বুদ্ধের চিকিৎসক ছিলেন জীবক। বিপুল সম্পদ, বিরাট বাসস্থান, লোভ, ঈর্ষা-কে হেলায় জয় করে ফিরে গিয়েছিলেন সেই অরণ্যানীর কাছে, সেই বৃক্ষরাজির কাছে, যা ছিল তাঁর কাছে সবচেয়ে বড়ো সম্পদ।
'জীবক' এক চেতনার নাম- যে চেতনা আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যায় যে বিপুলা পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসকে, লোভের বশে আজ আমরা ধ্বংস করছি, একমাত্র সেই পারে আমাদের প্রাণ রক্ষা করতে। মানব সভ্যতার লোভ-লালসাকে সাবধান করে দিতে নন্দিতা মিশ্র চক্রবর্তীর কলমে দুই মলাটে ফের 'জীবক'-এর আর্বিভাব।
হে বিপুলা পৃথিবী তোমার অনন্য সম্পদের কাছে আমাদের প্রাণ গচ্ছিত- এই সাধারণ সত্যটুকু আমরা আর কবে বুঝব?
Customers' review
Reviews
Be the first to review ""