মুনশী প্রেমচন্দের (১৮৮০-১৯৩৬)
নাম শোনেননি কিংবা তাঁর রচনার সঙ্গে পরিচিত নন এমন শিক্ষিত মানুষ গোটা ভারতবর্ষে বোধ করি বিরল। হিন্দী কথাসাহিত্যের ভিত রচনা করেন তিনি। চৌদ্দটি উপন্যাস এবং শ'তিনেক গল্প নিয়ে তাঁর কথাসাহিত্যের ভাণ্ডার ঋদ্ধ। ভারতবর্ষের রাজনীতি-অর্থনীতি-সমাজ বিষয়ে তাঁর দৃষ্টি ছিল সচেতন। প্রেমচন্দ তাঁর রচনার মাধ্যমে ভারতবর্ষের মানুষের সেবা তথা জাতির সেবা করতে চেয়েছিলেন এবং এই কর্মের মাধ্যমেই জাতীয় আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রবন্ধ, নিবন্ধ এবং সম্পাদকীয় লিখেছেন নিজের সম্পাদিত এবং অন্যান্য পত্রপত্রিকায়। তাঁর প্রবন্ধের নির্বাচিত সঙ্কলন বর্তমান গ্রন্থ 'সাহিত্যের উদ্দেশ্য'। এই প্রবন্ধগুলোর বিষয় ভাষা ও সাহিত্য। এই গ্রন্থের মাধ্যমে সাহিত্যপ্রেমিক এবং ভারত-হিতৈষী মুনশী প্রেমচন্দকে চিনে নিতে পারে পাঠক সহজেই।
Customers' review
Reviews
Be the first to review ""