এই কার্টুনটা ছাপা হয়েছিল 'যুগান্তর' পত্রিকায়। তারিখ ১৭ জুন, ১৯৬৩। এঁকেছিলেন রেবতীভূষণ। এই নামেই কার্টুন আঁকতেন। কখনও কার্টুনে
স্বাক্ষর দিতেন শুধুই 'রে'। পুরো নাম রেবতীভূষণ ঘোষ।
'পরশপাথর' পত্রিকার বিশেষ কার্টুন সংখ্যায় (জুলাই, ২০০৭) রেবতীভূষণ লিখেছিলেন, "এখনকার কাগজে প্রচুর বিজ্ঞাপন। বিজ্ঞাপনে প্রচুর পয়সা, এই জন্য কার্টুনিস্টদের জায়গা দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের সময়েও বিজ্ঞাপনে পয়সা ছিল। সেই সময়েও চার কলাম কার্টুন বেরেত। পত্রপত্রিকায় কার্টুন ছাপা হওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এতে সমাজচেতনা, রাজ-নৈতিক চেতনা গুরুত্ব পায়। কিন্তু কাগজের লোকেরা সেটা আর করতে দিচ্ছে কোথায়? কার্টুনের জন্য জায়গা বরাদ্দ না করে সেটা অন্য ভাবে কাজে লাগালে তার থেকে টাকা তোলা যায়। তবে আমার মনে হয় আমাদের সময়ে কার্টুনের যে ঢেউ বাংলায় উঠেছিল তা এখন কমে এসেছে। সেই সময় কার্টুন নিয়ে আলোচনা হত। ভালো কার্টুনকে অস্বীকার করার কোন উপায় ছিল না।
Customers' review
Reviews
Be the first to review ""