আমাদের অনেকেরই ছেলেবেলা জুড়ে, রাশিয়ান রূপকথার বইগুলোর প্রপ্রভাব ছড়িয়ে আছে, যখন আমার কন্যারত্নটি সুয্যি মামার আলো দেখলো, তখনই, এই বইগুলো দিয়ে তার শৈশব সাজাতে গিয়ে দেখি
ওহ হরি, সেসব আর এখনকার দিনে পাওয়া যায় না। আজকের ভাষায় তাকেই বলে collectibles কি আপদ। দুচারটি নতুন বই যে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে তৈরী হচ্ছে না, এমন নয়, কিন্তু বেশিরভাগই দুষ্প্রাপ্য। লোকে সেসব কিনলে পরে, পড়বে কি.
পারলে zip-lock-pouch বন্দি করে রেখে দেয়া তাই বলে কি মেয়েকে পড়াবো না।
অনেক পরিশ্রম, অনেক অর্থব্যায় করে শুরু হলো আমাদের ব্যক্তিগত লড়াই। বই পাই তো ছবি পাইনা, ছবি পাই তো বইয়ের কভার পাইনা, বই ছবি দুটোই পাই তো দেখা গেলো তিনটে পাড়া তিন জায়গায় নেই। এই অবস্থায় কিছু মানুষ আমায় সাহায্য করলেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী অরুন সোম মহাশয়, যিনি অতি স্নেহবশতঃ আমার প্রথম খন্ডের জন্য একটি সম্পূর্ণ নতুন ভূমিকা লিখে দিলেন। বহু বিক্রেতা, আমায় অনেক বই দিয়েছেন, যা আমায় সাহায্য করেছে, ওই ছবি, খোওয়া যাওয়া পাতা, কিংবা চা উল্টে পড়া কভার কে সামলাতে।
এছাড়া যার কথা বলতেই হয়, সে হলো আমার ভাই, সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কে এনহ্যান্সড মনোটনে আনার মতো দুরূহ কাজটিই শুধু নয়, বই এর প্রচ্ছদ, পাবলিসিটি পোস্টার, এমনকি পাবলিকেশন এর লোগোটা তৈরী করা পৰ্য্যন্ত তার কৃতিত্ব। এই ধরণের কাজে, পরিবার এর সমর্থন পাওয়াটা যে কতখানি প্রয়োজন, সেটা তো আমরা সবাই জানি, সুতরাং বাবা মা এবং বৌ এর প্রুফ দেখা থেকে শুরু করে, তাদের আমার সংসারের প্রতি দেবাদিদেব সুলভ ঔদাসীন্য মেনে নেওয়া, বা সারাদিনের খাটুনির পরে, আমার সম্পাদনার কাজ রাতের পর রাত জেগে খুঁটিয়ে পড়ে, তার বিভিন্ন খুঁত তুলে ধরা (অবিশ্যি দুর্জনে বলে স্ত্রী জাতি, খুঁত টা নাকি ভালোই ধরে) এগুলোর কোনো একটা না হলেই কিন্তু এই বইয়ের পক্ষে আত্মপ্রকাশ করা সম্ভব ছিল না।
এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন তুললেন আইনি জটিলতার, ছুটলাম কনস্যুলেট, সাহায্য-ও পাওয়া গেল।
এইভাবেই, আরও তিনটি বছর কাটলো। আজকে প্রথম খন্ড প্রায় নিঃশেষিত, তৃতীয় খন্ড হাতে প্রেস-এ দ্বিতীয় খন্ড। চতুর্থ খন্ড সম্পাদনার কাজ শেষ এবং পঞ্চম খন্ড সম্পাদনার কাজ প্রায় শেষ পর্যায় চালাচ্ছি। আশা করছি, পঞ্চম খতে গিয়ে সমস্ত রাশিয়ান রূপকথা কে সংঘবদ্ধ সিরিজ রূপে আপনাদের সামনে আনতে পারবো
এই ১৭ফুলনগরীর টুকুনরা, আনাড়ি হল বাজিয়ে, আনাড়ি হল আঁকিয়ে, আনাড়ি হল কবি, সোডা ওয়াটার গাড়িতে আনাড়ি, চৌকসের বেলুন, বেলুন ছাড়ার তোড়জোড়, শূন্যে পাড়ি, মেঘ মুলুকে, ভীষণ কান্ড, অচিনপুরে, নতুন আলাপ, আনাড়ির গালগল্প, আজব পুরের আজব কথা, হাসপাতালে, জলসা এবং গাড়ির মিস্ত্রি নাট-বল্টু টি বই নিয়ে সাজানো হলো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র ৩। রাদুগা প্রকাশন, মস্কো, থেকে এই কটি বই-ই প্রকাশিত হয়েছিল, এরপরে কিছু আরো অনুবাদ এবং নতুন ছবি আঁকা হয়, আমরা সেগুলো কে সোভিয়েত দেশের রূপকথা হিসেবে ধার্য্য করিনি, কারণ সেইগুলি সোভিয়েত ইউনিয়ন এর জীবদ্দশায় প্রকাশিত হয়নি। সমস্ত রঙিন ও সাদাকালো ছবি অপরিবর্তিত রেখে এবং তাদের গুনগত মান আধুনিক প্রযুক্তির দ্বারা পরিবর্ধিত করে, দুই মলাটের ভেতর এদের পুনঃপ্রকাশ।।
আমি বিশ্বাস করি, এই বই হাতে পেলে, আপনারাও সবাই ফেরত পাবেন, আপনাদের একটুকরো ছেলেবেলা, তবে পিসীমা, ঠাকুমার কুলের আচারের বোয়ামের দায়িত্বটা নিতে পারলাম না বলে, ভারী দুঃখিত।
Customers' review
Reviews
Be the first to review ""