"কলকাতা আর বিধাননগর পুলিশের আজ চূড়ান্ত লজ্জার দিন।" -এই বাক্যটা দিয়ে স্বরাষ্ট্র সচিব ভিডিয়ো কনফারেন্সটা শুরু করেছিলেন। তারপরের একঘণ্টা ছিল হাইট অব হিউমিলিয়েশন। কমিশনার সাহেব বলেছিলেন, "বাঙালি গোয়েন্দা পুলিশের নাম যদি মনন শীল হয়, তবে কেসগুলো সলভ না হয়ে তো কবিতা হয়ে যাবে। রাইট মনন? এবার আকাশকুসুম চিন্তন-মনন বাদ দিয়ে লেটস ডু সাম রিয়েল অ্যাকশন। তবে তো হ্যাশট্যাগ মনন শীল সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হবে, নয় কি?"
খোঁচাটা গিলে নিয়েছিল মনন। তার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার প্রতি হোম সেক্রেটারির কটাক্ষ হজম করে নিতে হয়েছিল তার মনে পড়ে যাচ্ছিল প্রথম পরিচয়ের দিন তার নামটা শুনে হোম সেক্রেটারি ঈষৎ বাঁকা হেসেছিলেন। সপ্রতিভ গলায় সে জবাব দিয়েছিল, "স্যার, মননশীল নয়, মনন স্পেস শীল। হ্যাশট্যাগ দিলে ভাইরাল হয়ে যাবে।
Customers' review
Reviews
Be the first to review ""