ফারেনহাইট ৪৫১: যে তাপমাত্রায় বইয়ের পাতা জ্ঞাগুনে জ্বলে উঠে ছাই হয়।
রে ব্র্যাডবেরির অন্যতম সেরা এই উপন্যাস ভোগবাদী ধনতন্ত্রের ভবিষ্যতের ছবি এঁকেছে নিষ্ঠুর ঔদাসীন্যে। সে ভবিষ্যতে অন্ধ রাষ্ট্রজ্ঞান নও স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও সামান্য কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের অর্জিত জ্ঞানকে রক্ষা করবার জন্য নিজেরাই এক-একটি বই হয়ে যায়। রচনার কয়েক দশক বাদে বর্তমান সময়ে দাঁড়িয়ে এহেন কল্পবাস্তবের কঠোর। বাস্তবে বদলে যাবার প্রমাণ দেখতে দেখতে এ বই পড়লে সচেতন পাঠকা শিউরে উঠবেন। আর, সেটা এ উপন্যাসের উদ্দেশ্য।
Customers' review
Reviews
Be the first to review ""