আর্থার সি ক্লার্কের দীর্ঘ সাহিত্যজীবনে তিনি শতাধিক ছোটোগল্প লিখে গেছেন। আর্থার সি ক্লার্ক গল্পসমগ্রে সেই সমস্ত গল্পকেই কয়েকটি খণ্ডে অনুবাদ করে প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। ক্লার্কের লেখায় তাঁর বিশ্বাস, মূল্যবোধ, আশাবাদ এবং রসিক মন ওতপ্রোত হয়ে থাকে। দ্বিতীয় খণ্ডের লেখাগুলির মধ্যে স্থান পেয়েছে 'টেলস ফ্রম দ্য হোয়াইট হার্ট' সিরিজের হাস্যরসাত্মক কল্পবিজ্ঞানের গল্পগুলি। 'ইফ আই ফরগেট দি, ওহ্ আর্থ...' যতখানি কল্পবিজ্ঞান, ততখানিই মানবিক এক গল্প। 'শিকড়ের টান' এই অনুভূতিটি এমন অমোঘভাবে প্রকাশ হয়েছে এই লেখায় যে, পড়তে পড়তে পাঠকের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। আবার 'সেকেন্ড ডন' যেন আদতে ইতিহাস। মানবসভ্যতা যেভাবে এগিয়েছে, তার বিপরীত দিক থেকে শুরু হওয়া এক সভ্যতার যাত্রাপথ ধরে গল্প এগিয়ে গেছে আবারও এক অমোঘ নিয়তির দিকে। অথবা 'সুপিরিয়রিটি'... পড়তে পড়তে অবধারিত মনে হবে, এ ঘটনা কি এখনও ঘটে না! 'এনকাউন্টার ইন দ্য ডন'ও আরেক অন্য দৃষ্টিকোণ থেকে সভ্যতার অগ্রগতির কথা, কল্পনা যেখানে বিজ্ঞানকে হাতিয়ার করেছে। গল্পগুলি পাঠককে শুধু পড়ারই আনন্দ দেবে না, সেই সঙ্গে তার কল্পনার পরিধিও কিছুটা বাড়িয়ে দিতে সাহায্য করবে।
Customers' review
Reviews
Be the first to review ""