ইউক্রেনীয় শিশুসাহিত্যিক স্লেভলোদ নেস্তাইকোর (১৯৩০-২০১৪) লেখা যে উপাখ্যান দুটি পাঠকের দরবারে উপস্থিত করা হল, সেগুলি লেখকের হাস্যরসাত্মক উপাখ্যানত্রয়ীর অংশবিশেষ। উপাখ্যানে সহপাঠী দুই বালক পাভেল আর জাভা তাদের ঘটনাবহুল জীবনের কাহিনি বর্ণনা করেছে। অ্যাডভেঞ্চার ও অভিযান ছাড়া ওদের একদিনও চলে না: প্রথমে ওরা খোঁজে নির্জন দ্বীপ, তারপর খুঁজে বেড়ায় এক অচেনা মানুষকে, যার সম্পর্কে তারা কেবল এইটুকুই জানে, সে বাস করে তেরো নম্বর ফ্ল্যাটে, পরিশেষে তারা ভেদ করে তিনটি অজ্ঞাত রহস্য-এই হল উপাখ্যানত্রয়ীর মূল বিষয়বস্তু।
'ঘটনাচক্রে কি না বলতে পারি না,' লেখক কোনো একসময় বলেন, 'আমার সমস্ত বইয়ের প্রায় সব ক-টি প্রধান চরিত্রেরই বয়স এগারো-বারোর মধ্যে। আমার এই বই পড়তে পড়তে খুদে পাঠক-পাঠিকাদের মুখে অন্তত একবারও যদি হাসি ফুটে ওঠে, তাহলে আমি মনে করব পৃথিবীতে আমার বাঁচা সার্থক।'
Customers' review
Reviews
Be the first to review ""