এইচ রাইডার হ্যাগার্ড জন্মেছিলেন ২২ জুন, ১৮৫৬ তে ইংল্যান্ডের নরফোকে, কিন্তু নাম করেছেন বহুদূরের দেশের গল্প-উপন্যাস লিখে, উনিশ বছর বয়েসে সাউথ আফ্রিকায় যান নাটাল গভর্নরের সেক্রেটারি হয়ে। সেখানকার গুপ্তবিজ্ঞান, ঐতিহ্য, কিংবদন্তি আর সমাজধারা প্রভাব ফেলে গেছে তাঁর সাহিত্যকর্মে। ১৮৮৪ সালে হয়েছিলেন আইনবিদ। কিন্তু লেখার ঝোঁক থাকায় পর পর দু-বছরে দুটি উপন্যাস লেখেন, কোনওটাই তেমন নাম করেনি। তবে আফ্রিকার বিষয় যে তাঁর মুখ্য উপাদান, তা তখন বোঝ যায়। 'জিমবাবঅ' ধ্বংসস্তূপ তাঁকে প্রেরণা জুগিয়ে লেখায় 'কিং সলোমনস মাইন্স' (১৮৮৫)। চিরস্থায়ী সুনাম অর্জন করেন তৎক্ষণাৎ। ১৮৮৭ সালে লেখেন 'শি' আর 'অ্যালান কোয়াটারমেন'। 'স্যার' খেতাব পান ১৯১২ সালে। মারা যান ১৯২৫ সালের ১৪ মে।
Customers' review
Reviews
Be the first to review ""