সুপ্রাচীন কাল থেকে মধ্যপ্রদেশ ভারতীয় শিল্প, সভ্যতা ও সংস্কৃতির অবিকৃত আকর। ভারতবর্ষকে চিনতে হলে তাকেও চিনতে হয়। অথচ এমন এক ইতিহাসের সুবাস মাখা রাজ্যটি সম্পর্কে বাঙালি পর্যটকদের মধ্যে এক আশ্চর্য শীতলতা লক্ষ করা যায়। সেই মৌনতাকে ভাঙতেই 'অরুণ বরুণ ভ্রমণকথা' বইটির আবির্ভাব। ভ্রমণপিপাসু বাঙালিকে মধ্যপ্রদেশের রূপ, রস ও ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই লেখিকা পাঠককে একে একে পরিচয় করিয়ে দিয়েছেন ঐতিহাসিক নানা জায়গার সঙ্গে, সেই সঙ্গে শুনিয়েছেন তাদের নানা গল্পকথা। শুধুমাত্র তথ্যই নয়, যুক্ত হয়েছে তথ্যের সঙ্গে সাহিত্য। তাই এ বই মূলত ভ্রমণকথা, অভিজ্ঞতা আর ইতিহাসের নানা অজানা কাহিনির সমাহার।
Customers' review
Reviews
Be the first to review ""