বাংলা কথাসাহিত্যে রহস্য-রোমাঞ্চ-অ্যাডভেঞ্চার প্রভৃতি থ্রিলার জাতীয় রচনার প্রতি পাঠকের আকর্ষণ অতি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ফলত লেখকদের মধ্যেও এই ধরনের লেখালেখিতে আগ্রহ, উৎসাহ ও মনোযোগ বাড়ছে।
বিশ শতকের গোড়ার দিকে কল্পবিজ্ঞানের এক নতুন শাখার জন্ম হয়- টেকনোথ্রিলার। এই হাইব্রিড জ্বর কল্পবিজ্ঞান, থ্রিলার, স্প্যাই ফিকশন, অ্যাকশন ও যুদ্ধ উপন্যাসের এক সংমিশ্রণ। যা মূলত মিলিটারি প্রযুক্তি, গুপ্তচর বৃত্তি ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক কাহিনি বিবৃত করে থাকে। বাংলা সাহিত্যে ইত্যাকার রচনা সম্ভার ক্ষীণকায়, তবে একেবারেই যে নেই তা নয়। সাম্প্রতিক কালে বাংলা সাহিত্যে টেকনোথ্রিলারের চল উল্লেখযোগ্য। সমকালীন এই ধারারই অন্যতম লেখক সিদ্ধার্থ পাল।
তাঁর বিশেষত্ব এবং স্বাতন্ত্র যেখানে সেই ক্ষেত্রটিতে তিনি এই বিশেষ পর্যায়ে হাঁটলেও তাঁর রচনার মধ্যে যেগুলি প্রয়োজনীয় এবং সুস্বাদু, সেই রকম উপকরণ বহুল পরিমাণে ব্যবহার করেন। ইতিপূর্বে প্রকাশিত তাঁর
লেখাগুলিতে এগুলির উপস্থিতি আর প্রয়োগ সঠিক ভাবে প্রাসঙ্গিক। এখানেই তাঁর কৃতিত্ব এবং অনন্য স্বাক্ষর। তিনি অবশ্য তাঁর কোনও রচনায় এ পর্যন্ত সম্পূর্ণ রূপে টেকনোথ্রিলারের আশ্রয় নেননি। সে অর্থে আলফা ব্লু সিদ্ধার্থ পালের প্রথম টেকনোথ্রিলার।
সিদ্ধার্থের উপন্যাসটি বিশেষ এই সাহিত্য ধারায় একটি স্বতন্ত্র সংযোজন। আশা করি এই উপন্যাস পাঠক প্রিয় হবে।
Customers' review
Reviews
Be the first to review ""