এই উপন্যাসে বাংলায় বৈষ্ণব আন্দোলন প্রসারিত করার কাহিনি বিধৃত হয়েছে।
উন-মানুষকে সমাজের উপরিতলে নিয়ে আসার জন্য এক সাধারণ সন্ন্যাসীর স্বপ্ন দেখা আর তাকে সার্থক করে তোলার দুন্দুভি কীভাবে বেজে উঠল, তা-ই মথিত হয়েছে এখানে।
শ্রীচৈতন্যের স্বপ্ন সার্থকের কান্ডারী
নিত্যানন্দ আর তার পুত্র বীরভদ্র এই উপন্যাসের ডালপালা বিস্তার করলেও কেন্দ্রে সবসময় অবস্থান করেছেন শ্রীচৈতন্য। পাথরের দেবতা শ্রীকৃষ্ণকে মন্দির থেকে তুলে নিয়ে এসে সাধারণ মানুষের অঙ্গনে নামিয়ে দিতে চেয়েছিলেন তিনি। আর তাই বর্ণাশ্রমের বেড়া ভেঙে এক নতুন জাতিসত্ত্বার উদবোধন বাংলায় নিত্যানন্দের হাত ধরে। তারপর নিত্যানন্দপুত্র বীরভদ্র বৃন্দাবনের ষড়-গোস্বামীর তাত্ত্বিক প্রতিরোধ টপকে বৈষ্ণব আচারকে আরো সহজ করে মাটির কাছাকাছি মানুষের ভেতর নামিয়ে দিলেন। মহাপ্রভুর আরোপসাধনার তরী ভাসিয়ে নিয়ে চললেন বীরভদ্র।
Customers' review
Reviews
Be the first to review ""