হৃষীকেশ লালবাজার হেড কোয়ার্টারে প্রবেশ করতেই পঞ্চানন বলল, 'স্যার! ডি. সি. পি. সাহেব আপনাকে একবার দেখা করতে বলেছেন। বলছিলেন, আপনার সঙ্গে ওঁর একটা জরুরি দরকার আছে!'
কথাটা শোনামাত্র হৃষীকেশ সোজা ডি. সি. পি. সাহেব শ্রী রাজীব মিত্রের ঘরে পৌঁছোল। দরজা সামান্য খুলে বলল, 'মে আই কাম ইন স্যার?'
'আরে আসো আসো হৃষীকেশ! বসো! আই অ্যাম ওয়েটিং ফর ইউ!' প্রসন্ন মুখে, ব্যস্ত হয়ে কথাটা বললেন শ্রী রাজীব মিত্র।
হৃষীকেশ টেবিলের উলটো দিকের চেয়ারে বসে বলল, 'এনি প্রবলেম স্যার?'
Customers' review
Reviews
Be the first to review ""