গোয়েন্দা হৃষীকেশের গল্প গুলির উপাদান বাস্তব থেকেই সংগ্রহ করা। অর্থাৎ চরিত্রটির নাম কাল্পনিক হলেও প্রায় প্রতিটি গল্পের বীজ নিহিত আছে বাস্তবের মাটিতে। সে দিক থেকে বিচার করলে গোয়েন্দা হৃষীকেশ আর পাঁচটা গোয়েন্দা চরিত্র থেকে খানিকটা আলাদা। অন্যদিকে রোমাঞ্চকর গোয়েন্দা গল্পের প্রতি কৌতূহলী পাঠকের আকর্ষণ চিরকালের। সেই আকর্ষণকে আরো দৃঢ় করার প্রয়াসেই এই হৃষীকেশ রক্ষিত চরিত্রটির অবতারণা। আশা করা যায় হৃষীকেশ রহস্য ও অন্ধকার জগতের সমস্ত সমাধান সূত্র আবিভাবের সঙ্গে সঙ্গে পাঠকের হৃদয়ে এনে দেবে পরম সুখানুভূতি। তবে এই মুহূর্তে গোয়েন্দা হৃষীকেশের ভবিষ্যতের ভার তোলা বইল কৌতূহলী পাঠকদের হাতে।
Customers' review
Reviews
Be the first to review ""