পৃথিবী থেকে কয়েক আলোক
দূরে যে জ্যোতিষ্ক জ্বলে পুড়ে ছাই হচ্ছে, তার
আলোর খবর সবাই রাখে। ছাইয়ের খবর কে জানে। সেই
ছাই-ভস্ম যখন কদাকার কুৎসিত রূপ ধরে নিজের অস্তিত্ব দাবি করে, তখন সমাজ তাকে ঘৃণার চোখে দেখে। নক্ষত্রের কলঙ্ক লুকিয়ে রাখার জন্য সেই ছাই-ভস্মকে দাবিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু বুকের সেই অনির্বাপিত প্রবল জ্বালা তখন সবাইকে জ্বালিয়ে খাক করতে চায়।
নায়কের গল্প তো সবাই লেখে। জিতে যাওয়ার গল্পও সবার পছন্দ।
এবার এক পরাজিত খলনায়কের পালা।
কী ছিল এই তথাকথিত সিরিয়াল কিলারের মনে? কতখানি বীভৎস
ছিল আলোর আড়ালে এই ভয়াবহ অন্ধকারের ইতিহাস? একজন সিরিয়াল কিলারের মনের গভীরে ঠিক কতখানি বিকৃতি থাকে?
Customers' review
Reviews
Be the first to review ""