মৌসুমী
গল্প
লেখেন আমার-আপনার গা ঘেঁষে থাকা চরিত্রদের নিয়ে। কিন্তু গল্প-শেষে চরিত্রগুলো কখনও চেনা থেকে অচেনা হয়ে যায়। আবার কখনও চেনা থেকে আশ্চর্য আপনজন হয়ে ওঠে। যেমন 'সুহাসিনীর একটি দিন' গল্পের সুহাসিনী কিংবা 'পপাত চ...' গল্পে রিনিতা আর রাতুল।
অনর্থক শব্দের দৌড়াদৌড়ি নেই এই লেখায়। এই সংকলনের সবক-টি গল্পের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কখনও পাঠককে থামার সুযোগ দেবে না, তরতর করে এগিয়ে নিয়ে যাবে কাহিনির অন্তিমে। যেমন 'পুকুর' গল্পটি নিছক ভূতের গল্প বা প্রেমের গল্প নয়। গল্পটি উপলব্ধির।
চমক বা গিমিক নয়। মৌসুমীর গল্প দাঁড়িয়ে থাকে তীব্র অনুভূতিতে। ঠিক যেমন 'চক্র' গল্পটি। কিংবা 'অনাবর্ত'। বোষ্টমদের এক আখড়াকে কেন্দ্র করে গল্প 'অনাবর্ত', যেখানে হাজার চরিত্রের ঘনঘটা, আছে রসহ্য ও খুনও। তবুও গল্পটি আসলে যেন আখড়ার। তার জল-মাটি-হাওয়ার সুবাসের। ভালোবাসার। যার সন্ধান সচেতন পাঠক যেমন পাবেন, তেমনই পেয়েছিল দাগি আসামী নেপাল।
কুড়িটি গল্প নিয়ে তরুণ লেখক কী অবলীলায় তিনি গল্প লিখছেন, মৌসুমী মুখোপাধ্যায়ের এই গল্প সংকলন। ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প।
Customers' review
Reviews
Be the first to review ""