সংকলনের কুড়িটি গল্পে অনায়াসে এঁটে যায় কাঁসাই, ভল্লাভা, দানিয়ুব, কর্ণফুলী কিংবা চাণক্যপুরী, চার্লসব্রিজ, আমস্টার্ডাম, গুলবর্গা আর নাজিমুনদের গ্রাম। টুসু ভাসান, দত্তাবাদের কৈবর্ত পল্লি, বাইপাসের হারিয়ে যাওয়া গাছেদের ল্যান্ডমার্ক, বাঙালি বিয়ের স্ত্রী-আচার, হিরের কাট কিংবা সাঁঢ়া-কাটুইলের চিরন্তন সম্পর্ক- এসব চলচ্চিত্রের মতো বাঙ্ময় আর গতিশীল গল্পের বয়ানে। মানুষের ভালোবাসার নিরিখে দেখা বহুমাত্রিক জীবন পাঠককে নিয়ে যেতে পারে বাস্তব আর জাদু-বাস্তবের সীমারেখা পেরিয়ে অন্য আর-এক মাত্রায়। সমাজ, রাজনীতি, সংস্কৃতির বিভিন্ন চিহ্ন ধারণ করে গল্পগুলি হয়ে ওঠে চিরকালীন।
Customers' review
Reviews
Be the first to review ""