শিক্ষিত বাঙালি একসময় আমাকে ভেবেছেন শুধুই সময় নষ্ট আর সর্বনাশের নামান্তর। তো সেই বেরসিকেষুরা না জেনেছেন সময়ের দাম, আর না পেরেছেন আড্ডা জমাতে। তাঁরা জানেন না, আড্ডার ইতিহাস-ই আমাদের ইতিহাস।
'কলকাতার আড্ডা' বইতে নৃপেনবাবু লিখেছেন ব্যাসের মহাভারতের শুরুতেই আছে একদিন নৈমিষারণ্যে মহর্ষিরা রোজকার মিটিং-মিছিল শেষে কথা-প্রসঙ্গে সুখে আড্ডা দিচ্ছিলেন, এমনি সময় সেইখেনে উপস্থিত হন লোমহর্ষণ ঋষির ছেলে সৌতি। এসেই আড্ডায় জমে গেলেন। কোথেকে আগত, কোথায় যাচ্ছেন আর এটাসেটা বলতে বলতে সৌতি যখন উঠছেন অষ্টাদশ পর্বের মহাভারতের পুরোটাই বলা হয়ে গেছে।
নৃপেনবাবু বলছেন এর থেকে দিব্যি বোঝা যায়, এক- আড্ডার ইতিহাস অতিপ্রাচীন, দুই- মহর্ষিরাও পেল্লায় আড্ডাবাজ ছিলেন, আর তিন- আড্ডা শুধুই কুঁড়েমি র কীর্তিস্তম্ভ নহে, ঐ থেকেই মহাভারত প্যয়দা হয়েচে।
হীরেনবাবুর বইটি অবশ্য মহাভারত নয়। আকারে সে চটি আর গামবুটের মাঝামাঝি কিছু, হয়তো একটি
বহুদিনধরে বহুদেশঘোরা বাটার অবিনশ্বর মোকাসিন। সেইটি পায়ে গলিয়ে এক তালি দিলেই পহুছে যাবেন দেশ-বিদেশের দুর্দান্ত সব বৈঠকখানায়, সাক্ষী থাকবেন লোমহর্ষণ সমস্ত 'কনভেরজাৎসিয়োনে'র,
এইটি আমাদের গ্রান্টি।
Customers' review
Reviews
Be the first to review ""