রং নাম্বার ২০০২ সালে আমার এক একক প্রদর্শনীর পাশাপাশি প্রকাশ পেয়েছিল। তারপর দীর্ঘসতেরো বছর কেটে গেছে। একদল তরুণ তাকে ভিন্ন প্রেক্ষিতে প্রকাশ করার উদ্যোগ নিল। তাই গুরুচণ্ডা৯-কে ধন্যবাদ। নতুন প্রশ্ন ভিন্ন উত্তর। আমিও পাল্টিয়েছি। ছবিও পাল্টিয়েছে। কিন্তু পুরোনো অংশ যাতে অদ্রীশের ছোঁয়া ছিল তা তেমন পাল্টানো হল না। যেভাবে পর্ব ভাগ ছিল তা ও বানান অপরিবর্তিত। ২০০২-এর সংস্করণ দুষ্প্রাপ্য। একটি আমার সংগ্রহে ছিল, তাকে কাজে লাগালাম। জানি না নতুন উত্তর এর মধ্যে কতটা বিস্ময় বা প্রাণ এসেছে, কিন্তু একটা বিচিত্রতা আছে। তা উপভোগ করার মতো। যাকে অদ্রীশ বলেছিল উপন্যাসোপম কথোপকথন। আজ অদ্রীশ নেই। তাকেই উৎসর্গ করলাম এই কথা চালাচালি।
Customers' review
Reviews
Be the first to review ""