আমার ছোট্ট খঞ্জনা পাখি, কী হাওয়ার দেশে
এসেই যে পড়েছি... সারাদিন সারারাত ধরে
শুধুই হাওয়া, হাওয়ার শব্দ, রাতে হাওয়ার
জোর এত বাড়ে যে মনে হয় আকাশের গ্রহ-
নক্ষত্র যেন তারা উড়িয়ে নিয়ে চলে যাবে,
সমুদ্রের ঢেউয়ের ছিটেও যেন হাওয়ার সঙ্গে
উড়ে উড়ে আসে। এমন হাওয়ার দেশও যে
আছে পৃথিবীতে, হাওয়া যে পাঞ্চজন্য শাঁখের
মতো এরকম শব্দও করে, পৃথিবীর ক-জন
মানুষ তা মনে রেখেছে? ভুলে গেছে সবাই।
কে মনে রেখেছে হাওয়ার আর-এক নাম গন্ধবহ? সমুদ্রের ফসফরাসের গন্ধ সারারাত ধরে এখানে বয়ে নিয়ে আসে সেই হাওয়া।
এখানে ছাড়া আর কোথাও কি আছে এরকম হাওয়া, রুনু? নেই, কোথাও নেই। প্রোমোটাররা তো কবেই লুঠ করে নিয়ে গেছে এই পৃথিবীর সব হাওয়া। রেখে গেছে শুধু একটা হাওয়াহীন পৃথিবী, ইটের খাঁচার পরে খাঁচা। সেই খাঁচার প্রাণ নেই, নিশ্বাস নেয় না তারা, তাই হাওয়ারও দরকার নেই তাদের।
Customers' review
Reviews
Be the first to review ""