বাঙালির ইতিহাস একমাত্রিক না। যদিও দেশভাগ সব খণ্ড করে দিয়ে গেছে, কিন্তু এপারের খাদ্য-আন্দোলন, নকশালবাড়ি, আসামের উনিশে মে, নেলি গণহত্যা, ওপারের একুশ এবং মুক্তিযুদ্ধ, সব খণ্ডকে যোগ করলে, সব বিপর্যয়ের যোগফলই বাঙালির ইতিহাস। আর তার সঙ্গে আছে ৭১ এর সবচেয়ে বড়ো বিধ্বংসী হত্যাকান্ড, হাসান মোরশেদ মাকে জেনোসাইড ছাড়া আর কিচ্ছু বলতে রাজি নন, যেখানে পাকবাহিনী ধ্বংস করতে চেয়েছিল গোটা একটা জাতিকে। সেই ইতিহাস নিয়েই এই বই। নারীসাক্ষ্যে জেনোসাইড। হাসান মোরশেদ একাত্তর জেনোসাইড আর্কাইভের প্রতিষ্ঠাতা। সারা বাংলাদেশ চষে বেড়িয়ে জেনোসাইডের সাক্ষ্য খুঁজেছেন। তারই দলিল এই বই।
বাঙালি বিস্মৃতিপ্রবণ জাতি। কিন্তু তা বলে তো আর সব মুছে যেতে দেওয়া যায়না। তাই 'নারী সাক্ষ্যে জেনোসাইড' বইটি প্রকাশিত হচ্ছে ১৫ ই আগস্ট। আরেকটি ভয়াবহতার দিনে, যার নাম দেশভাগ।
Customers' review
Reviews
Be the first to review ""