এই গ্রন্থটি লেখার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গাজলের পবিত্রতা বিষয়ক নথি এবং মরণাপন্ন মা গঙ্গাকে বাঁচানোর জন্য যথাযথ আগাম ব্যবস্থাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং যুক্তির মাধ্যমে নির্ভেজাল বৈজ্ঞানিক তথ্যের ভাণ্ডারকে আপনাদের সামনে তুলে ধরা। তা করলামও। তবে পড়ে মনে হল সাধারণ মানুষের কাছে এই কাঠখোট্টা বৈজ্ঞানিক তথ্য বেশ তেতো এবং নীরস লাগতে পারে। তাছাড়া গঙ্গা তো আর কেবল জটিল বিজ্ঞানপ্রেমী মানুষদের বিষয় নয়, গঙ্গা তো সাধারণ মানুষদের জীবনের অঙ্গ। গঙ্গাকে যারা প্রতিদিন নিজেদের জীবনের অংশ হিসেবে বেছে নিয়েছেন, তাদের বোঝা বেশী জরুরি। অর্থাৎ যদি এই বইটি পড়ে আমাদের বাড়ির কাকিমা জ্যেঠিমারাই না বুঝতে পারে তাহলে তো এমন লেখা নিঃসন্দেহে বৃথা। অপরদিকে গঙ্গা যে কেবল বৈজ্ঞানিক ভাবেই পবিত্রতার নথিসাক্ষ্য বহন করে আসছে, তা নয়। প্রাচীন এই নদীর প্রতিটা ঢেউতে বইছে সম্রাট ভগীরথের অপার স্বার্থত্যাগের অজানা কাহিনী (এই সিরিজের প্রথম পর্বে বিস্তারিত ভাবে বর্ণিত)। এছাড়াও লেখা আছে গঙ্গার মৃত্যুর সাথেই আমাদের ভয়ঙ্কর পরিণতির ভবিষ্যৎবাণী।
তাই এই গ্রন্থকে যথাসাধ্য সহজভাবে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে প্রতিস্থাপন করা হল। আশা করি, আপনাদের গঙ্গা নদীর সুপ্রাচীন ইতিহাস এবং এর পবিত্র জলের বৈজ্ঞানিক গুণাবলীর প্রত্যক্ষ প্রমাণ হাতে পেয়ে বেশ ভালো লাগবে এবং শতাব্দী প্রাচীন বহু প্রশ্নেরও সমাধান হবে।
Customers' review
Reviews
Be the first to review ""