বাড়িতে কেবলমাত্র নিরাকার ব্রহ্মের উপাসনা.
তাহলে কবি কোথা থেকে পেলেন এত গান, এত সুর আর এত সৃজনী কল্পনা!
এজন্য অবশ্য কবিকে ঠাকুরবাড়ির চার দেওয়ালের গণ্ডী অতিক্রম করতে হয়েছিল।
কবির জীবনেতিহাসের সেই টুকরো টুকরো স্মৃতি সংক্ষিপ্ত পরিসরে রোমন্থন করা হয়েছে এখানে।
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কবি বাস করেছেন।
কবি থেকেছেন আলমোড়ায় 'The Snow Dawn' বাড়িতে, আমেদাবাদের শাহীবাগে, চন্দননগরের মোরানসাহেবের বাগানবাড়িতে, কখনো চুঁচুড়া, শিলাইদহ, শাহজাদপুর, পতিসরের কাছারি বাড়ি, কখনো রামগড়।
পুরীতেও কবির নিবাস ছিল। শান্তিনিকেতনে শ্যামলী, উদয়নেও কবি থেকেছেন।
তিনি ছিলেন শিলঙের 'জিতভূম' ও 'ব্রুকসাইডে'।
বাস করেছেন মংপুর মৈত্রেয়ী দেবীর বাড়িতে, ত্রিপুরায় 'জুড়িবাংলোয়', সিমলার 'Woodfield',
কটকের বিহারীলাল গুপ্তের বাড়ি, বাঁকুড়ায় 'হিল হাউস', কার্সিয়াঙের 'কেম্পসাইড',
দার্জিলিঙের 'Castle House' বা রোজভিলায়। বিভিন্ন নিবাসে ভিন্ন ভিন্ন পরিবেশের কবির বাসকালের ইতিবৃত্ত গ্রন্থটির মধ্যে আলোচিত।
Customers' review
Reviews
Be the first to review ""