গত শতকের ছয়ের দশক। এক তরুণের হাতে এসে পড়ল টাটকা নতুন এক পত্রিকা। নাম 'আশ্চর্য'। বইপাগল সেই তরুণ তখনও পর্যন্ত কেবল লেখার মকশোই করেছেন। ছাপতে দেওয়ার সাহস করে উঠতে পারেননি। এই অবস্থায় 'আশ্চর্য' এবং তার সম্পাদক অদ্রীশ বর্ধনের সাহচর্য তাঁর মধ্যে জন্ম নেওয়া লেখক সত্তার অঙ্কুরকে জল-হাওয়া-ক্লোরোফিল দিয়ে করে তুলল মজবুত এক বৃক্ষ। বাংলা সাহিত্য পেল রণেন ঘোষকে। 'বিস্ময়'-এর সম্পাদক, 'ফ্যানটাস্টিক'-এর সহ সম্পাদক এবং পরবর্তী সময়ে 'প্রতিশ্রুতি'-র প্রকাশক রণেনবাবুর লেখক জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। এই সময়ে তিনি নাগাড়ে লিখে গিয়েছেন কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, হরর গোত্রীয় মৌলিক রচনা। করেছেন অনুবাদ। কেবল ফিকশন নয়, নন ফিকশনেও সিদ্ধহস্ত ছিলেন আদ্যন্ত পড়ুয়া, জ্ঞানপিপাসু মানুষটি।
'প্রতিশ্রুতি' ও 'কল্পবিশ্ব'-র যৌথ প্রয়াসে একে একে বেশ কয়েকটি খণ্ডে প্রকাশিত হবে তাঁর রচনাসমগ্র। তিনি না থাকলে আমাদের হয়তো পত্রিকা থেকে প্রকাশনার দুনিয়ায় আসাই হত না।
সেই মানুষটির রচনাসমগ্র প্রকাশের পরিকল্পনা তাই বাঙালি পাঠকের কাছে কর্তব্য পালন তো বটেই। পাশাপাশি আমাদের তরফ থেকে এ এক গুরুদক্ষিণাও। বাংলা কল্পবিজ্ঞান-ফ্যান্টাসির অন্যতম শ্রেষ্ঠ সেনানির প্রতি। যাঁর স্নেহকরকমলের স্পর্শ আজও প্রতি মুহূর্তে অনুভব করি আমরা।
Customers' review
Reviews
Be the first to review ""