প্রিন্স গোবর গোহ
একজন মল্লবীর, যিনি ইংরেজি সাহিত্য এবং প্রাচ্য ও প্রতীচ্যের দর্শনে সমান অনুরক্ত। বিত্তবান বনেদি বংশের সন্তান হয়েও গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ মানুষটি চিরকাল অতি সাধারণ জীবন কাটিয়েছেন। দূরে থাকতেন বাঙালির প্রাণপ্রিয় পরনিন্দা, পরচর্চা এবং গোষ্ঠী-রাজনীতি থেকে। বিশ্বাস করতেন, একটা জাতিকে বড় হতে হলে শরীরে-মনে সমর্থ হতে হবে। খুব অন্যরকম, অতি বিরল গোত্রের এক বাঙালি।
Customers' review
Reviews
Be the first to review ""