খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষভাগে বর্তমান বাঁকুড়া জেলার বিষ্ণুপুরকে কেন্দ্র করে গড়ে ওঠে মল্লরাজাদের রাজত্ব। মল্লবংশের রাজা হাম্বীরের সময় দশাবতার তাসের সৃষ্টি ও খেলার প্রচলন হয়েছিল। সুপ্রকাশ অঞ্চলচর্চা গ্রন্থমালার এই বই দু মলাটে ধরে রাখতে চেয়েছে বিলুপ্তপ্রায় 'মল্লভূমের দশাবতার তাস' শিল্পের ইতিহাসকে।
Customers' review
Reviews
Be the first to review ""