₹216 ₹240
10% off
Publisher- Aranyamon
Writer- Biswajit Saha
Language- Benagli
Binding-Hardbound
১৪৫৮ খৃষ্টপূর্বাব্দ, থিবস, প্রাচীন মিশর
গতকাল রাত থেকেই ক্রমাগত হেঁটে চলেছে লোকটা। অবসন্ন পা দুটো যেন আর কিছুতেই চলতে চাইছে না। ক্ষত বিক্ষত শরীরটা এবার আর প্রাণ ধরে রাখতে পারছে না যেন। পরনের সাদা ধুতির মতন পোশাকটা বালিতে মাখামাখি। খালি গায়ে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে, তাজা রক্তে বালি আটকে শুকিয়ে গেছে। মধ্যরাত্রি পার হয়ে এখন রাত আর ভোরের সন্ধিক্ষণ। চাঁদের আলোয় ঝকঝক করছে চারদিক। যতদূর দৃষ্টি যায় শুধুই বালি আর বালি, বিস্তীর্ণ মরুভুমি। চাঁদের স্নিগ্ধ আলো সেই মরুভূমির বালির উপর পড়ে ছিটকে যাচ্ছে এদিক ওদিক। কি অসম্ভব ঠান্ডা এই মরুভূমির বুকে, খোলা আকাশের নিচে। চুল কামানো মাথাতেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে তার। শরীরটা তো প্রায় অবশ, কিছুই যেন অনুভব করতে পারছে না। চলতে চলতে তার পা ঢুকে যাচ্ছে সেই বালির গভীরে। পা আটকে গিয়ে বার বার পড়ে যাচ্ছে সে, আবার উঠে দাঁড়াচ্ছে। টলমলে পায়ে এগিয়ে যাচ্ছে, নিজেকে বলছে আর কিছুটা মাত্র পথ। এই পথ টুকু তাকে অতিক্রম করতেই হবে। পথের শেষের গন্তব্যে রয়েছে তার প্রেয়সী।তার প্রেয়সী ইতিমধ্যেই এই জীবন শেষ করেছে, এখন সে তার অপেক্ষা করছে মৃত্যুর পরের জীবনে একত্র হবার জন্য। তাই পথ যতই দুর্গম হোক, শত্রু যতই শক্তিশালী হোক তাকে পৌঁছাতেই হবে সেই গন্তব্যে, অপেক্ষারত প্রেয়সীর কাছে।
এরপরের ঘটনা খুঁজে পাবেন, খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত, বিশ্বজিৎ সাহার "ঈশ্বরের ষড়যন্ত্র" বইটিতে।
Publisher- Aranyamon
Writer- Biswajit Saha
Language- Benagli
Binding-Hardbound
১৪৫৮ খৃষ্টপূর্বাব্দ, থিবস, প্রাচীন মিশর
গতকাল রাত থেকেই ক্রমাগত হেঁটে চলেছে লোকটা। অবসন্ন পা দুটো যেন আর কিছুতেই চলতে চাইছে না। ক্ষত বিক্ষত শরীরটা এবার আর প্রাণ ধরে রাখতে পারছে না যেন। পরনের সাদা ধুতির মতন পোশাকটা বালিতে মাখামাখি। খালি গায়ে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে, তাজা রক্তে বালি আটকে শুকিয়ে গেছে। মধ্যরাত্রি পার হয়ে এখন রাত আর ভোরের সন্ধিক্ষণ। চাঁদের আলোয় ঝকঝক করছে চারদিক। যতদূর দৃষ্টি যায় শুধুই বালি আর বালি, বিস্তীর্ণ মরুভুমি। চাঁদের স্নিগ্ধ আলো সেই মরুভূমির বালির উপর পড়ে ছিটকে যাচ্ছে এদিক ওদিক। কি অসম্ভব ঠান্ডা এই মরুভূমির বুকে, খোলা আকাশের নিচে। চুল কামানো মাথাতেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে তার। শরীরটা তো প্রায় অবশ, কিছুই যেন অনুভব করতে পারছে না। চলতে চলতে তার পা ঢুকে যাচ্ছে সেই বালির গভীরে। পা আটকে গিয়ে বার বার পড়ে যাচ্ছে সে, আবার উঠে দাঁড়াচ্ছে। টলমলে পায়ে এগিয়ে যাচ্ছে, নিজেকে বলছে আর কিছুটা মাত্র পথ। এই পথ টুকু তাকে অতিক্রম করতেই হবে। পথের শেষের গন্তব্যে রয়েছে তার প্রেয়সী।তার প্রেয়সী ইতিমধ্যেই এই জীবন শেষ করেছে, এখন সে তার অপেক্ষা করছে মৃত্যুর পরের জীবনে একত্র হবার জন্য। তাই পথ যতই দুর্গম হোক, শত্রু যতই শক্তিশালী হোক তাকে পৌঁছাতেই হবে সেই গন্তব্যে, অপেক্ষারত প্রেয়সীর কাছে।
এরপরের ঘটনা খুঁজে পাবেন, খোয়াই পাবলিশিং হাউস থেকে প্রকাশিত, বিশ্বজিৎ সাহার "ঈশ্বরের ষড়যন্ত্র" বইটিতে।