সতেরো শতকের বাংলা।ধাত্রীনগর গ্রামে মগ আক্রমণকে কেন্দ্র করে লেখক অভিজিৎ সেন এক বিস্মৃত সময়ের আখ্যান রচনা করেছেন, যার পরিধিতে ষোল-সতেরো শতকের ইউরোপ থেকে বাকলা-চন্দ্রদ্বীপ-সন্দীপ-আরাকান-চট্টগ্রাম 'মৌসুমি সমুদ্রের উপকূল' উপন্যাসে একসূত্রে ধরা পড়েছে।
দুই নিম্নবর্গের নর-নারীর যাবতীয় প্রচলিত সংস্কার ভাঙা প্রেমের আখ্যান 'বিদ্যাধরী ও বিবাগী লখিন্দর'। এই উপন্যাসে সেই সঙ্গে এসে মিশেছে লোকবিশ্বাস, লোক-সংস্কার।
Customers' review
Reviews
Be the first to review ""