ব্রিটিশ সাম্রাজ্যের পোক্ত ভিতকে নাড়িয়ে দিয়েছিল যে বোমা-বারুদ- ভাবতে গর্ব হয়-তার নির্মাতা ছিলেন মূলতঃ বাঙালি বিপ্লবীরা। কিন্তু রাসায়নিক বোমা প্রস্তুতি ও নিক্ষেপণের সঠিক বিজ্ঞান-সম্মত পদ্ধতি না জানা থাকায় নানাবিধ দুর্ঘটনায় প্রাণ গেছে কত দেশ-অন্ত প্রাণের! তাই স্বজাতিকে বোমা-প্রস্তুতি-বিজ্ঞান শিক্ষা দেবার দায়িত্ব স্বেচ্ছায় নিজস্কন্দে তুলে নিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এগিয়ে এসেছিলেন অধ্যাপক লাড়লিমোহন মিত্র, রসিকলাল দত্তের মতন মানুষেরা। স্বদেশী আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেননি আচার্য জগদীশ্চন্দ্র, জ্ঞানচন্দ্র ঘোষ, মেঘনাদ সাহা, এমনকি আচার্য সত্যেন্দ্রনাথের মতন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানীও। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এই স্বল্পালোচিত ইতিহাসই এ গ্রন্থের প্রাণ।
Customers' review
Reviews
Be the first to review ""