নিউগেট ক্যালেন্ডার নামে কোনো একক বই গোড়াতে ছিল না।
অষ্টাদশ শতকের সূচনা থেকে ইংল্যান্ডে অপরাধ ও অপরাধীদের বিষয়ে মুদ্রিত সাহিত্য দেখা দিতে শুরু করে মূলত ছোটো ছোটো পুস্তিকা কিংবা ব্রডশিট আকারে। ব্রডশিট বলতে এখন আমরা যাকে আটপাতার ফর্মা বলি সেরকম ব্যাপার ছিল। একটা বড়ো কাগজ হত। তার একেক দিকে চারটে করে পাতা ছাপা হত এমনভাবে যাতে পাঠক সেটাকে ভাঁজ করে, কেটে, সেলাই করে আটপাতার একখানা পুস্তিকা হিসেবে সাজিয়ে নিতে পারেন। আর কেটে সেলাই করে আটপাতার রেডিমেড বই হিসেবেই বাজারে আসত যারা তাদের বলা হত চ্যাপবুক। এদের মধ্যে অপরাধী ও তার অপরাধের বৃত্তান্তের পাশাপাশি অপরাধীর মৃত্যুদণ্ডেরও বিশদ বিবরণ ছাপা হত।
Customers' review
Reviews
Be the first to review ""