গীতায় ব্যাখ্যাত ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধার ধর্ম এদেশের বিপ্লবী ও স্বাধীনতাকামীদের প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল।
স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে মাতৃভূমির শৃঙ্খলমুক্তির ভাবাবেগ, প্রয়োজনে আত্মাহুতি এসবই ভারতবর্ষীয় ধর্মকেন্দ্রিক রাজনীতির শিকড় প্রসূত।
ভারতের মুক্তি সংগ্রামের চরমপন্থী পর্বের পাথেয় ছিল ধর্মাশ্রিত স্বদেশচেতনা।
সনাতন ধর্ম ও সদ্যজ্ঞাত জাতীয়তাবাদের মিশ্রণ। মার্গদর্শক ছিলেন কিছু সর্বত্যাগী সন্ন্যাসী। এঁরা দেশের যুবমনকে উদ্বেল করে তুলেছিলেন। আবার বেশ কিছু স্বদেশকর্মীকে উত্তরকালে রাজনীতির পথ পরিত্যাগ করে ধর্ম পথে চলতে দেখা গেছে। ধর্ম ও রাজনীতির এমন মিশেল ও তার সূদুরপ্রশারী পরিণাম এ গ্রন্থের মূল প্রতিপাদ্য।
Customers' review
Reviews
Be the first to review ""