বাংলা আধুনিক গান, তার গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী— সব কিছুর গল্প নিয়ে সেজে উঠেছে এই বই। মজলিশি ঢঙে যেন মাদুর পেতে বসে রয়েছেন শ্রোতা, লেখক শুনিয়ে যাচ্ছেন পর পর গল্প।
বহু গুণী সংগীতশিল্পীর শেষ জীবনে আর্থিক অস্বাচ্ছল্য, ডকুমেন্টেশানের অভাবে বহু গান-এর হারিয়ে যাওয়া, অনাদরে বহু সংগীতশিল্পীর প্রয়াণ— আমাদের দেশ-কাল-সমাজের অবহেলা-ক্লিষ্ট বিষণ্ণ সুরটি বেজে উঠেছে এই বইয়ের সুরে ও স্বরে।
Customers' review
Reviews
Be the first to review ""