এ বই ছুঁয়েছে বাটানগর-বজবজ এলাকার ইতিহাস-ভূগোল-রাজনীতি— সবকিছুকেই। অথচ এ বই একেবারেই বাঁধাগতের ইতিহাস-বই নয়। বরং বলা ভালো একটা দীর্ঘ সময়ের যাত্রাপথ। যারা জায়গাটাকে ভালোবেসে থেকে গেছে এখানে, যারা চলে গেছে ভালো না বেসে, যাদের ফিরতে চাইলেও ফেরা হয় না, এই লেখা হয়তো তাদের জন্যই। শুধুমাত্র একটা জায়গার নামের কারণ খুঁজতে খুঁজতে, হাত রেখে ফেলা আরও গভীর কোনো গল্পে। আর সেই গল্প খুঁজতে খুঁজতে দেখা হয়ে যাওয়া, এখনকার গল্পগুলোর সঙ্গেও। এই লেখা আসলে অতীত আর বর্তমানের ভিতর দিয়ে চলতে চলতে খুঁজে ফেরা বাড়ির পাশের সেই আরশিনগরের হদিশটুকু।
একটি শিশির বিন্দু
(বজবজ ও বাটানগর সংলগ্ন অঞ্চলের ছুঁয়ে দেখা গল্প-কথা-রাজনীতি-ইতিহাস)
Customers' review
Reviews
Be the first to review ""